যশপাল সিং, ত্রিপুরা, ৩০ ডিসেম্বর, মঙ্গলবার: উত্তরাখণ্ডে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ত্রিপুরার ছাত্র এঞ্জেল চাকমার পরিবারের পাশে দাঁড়িয়ে সংহতি ও সহমর্মিতার বার্তা দিল রাজ্য সরকার। মঙ্গলবার পেঁচারথল ব্লকের অন্তর্গত মাছমারা এলাকায় প্রয়াত এমবিএ ছাত্র এঞ্জেল চাকমার বাড়িতে যান ত্রিপুরার মন্ত্রী টিংকু রায় ও মন্ত্রী সান্ত্বনা চাকমা। গভীর শোকাবহ পরিবেশে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের হাতে ত্রিপুরা ও উত্তরাখণ্ড সরকারের যৌথ আর্থিক সহায়তার চেক তুলে দেন।
মন্ত্রী সান্ত্বনা চাকমা জানান, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নির্দেশে তিনি ও মন্ত্রী টিংকু রায় সরাসরি এঞ্জেল চাকমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা এবং উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে ৪ লক্ষ ১২ হাজার ৫০০ টাকার আর্থিক সহায়তার চেক পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি সরকারের পক্ষ থেকে একটি শোকবার্তাও পৌঁছে দেওয়া হয়।
মন্ত্রী সান্ত্বনা চাকমা আরও বলেন, তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং যারা এখনও গ্রেপ্তার হয়নি, তাদেরও আইনের আওতায় আনা হবে। দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পরিবারকে আশ্বস্ত করা হয়। তিনি স্পষ্ট করে জানান, ত্রিপুরা সরকার সবসময় এই পরিবারের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এদিন মন্ত্রী টিংকু রায় তাঁর বক্তব্যে বলেন, এঞ্জেল চাকমার প্রাণহানি শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং সমগ্র রাজ্য ও দেশের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এই অপূরণীয় ক্ষতির বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে এঞ্জেল চাকমার পরিবার ন্যায়বিচার পাবে এবং আইন অনুযায়ী দোষীরা কঠোরতম শাস্তির মুখোমুখি হবে।
উল্লেখ্য, ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির উদ্যোগেই দুই রাজ্য সরকারের পক্ষ থেকে এই যৌথ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শুধু আর্থিক নয়, মানবিক সহানুভূতিরও বার্তা পৌঁছে দিল প্রশাসন।