Sunday, January 4, 2026
Homeত্রিপুরা সংবাদস্বল্প দামে জমি, ভাঙা প্রতিশ্রুতি—সাবরুমে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি!

স্বল্প দামে জমি, ভাঙা প্রতিশ্রুতি—সাবরুমে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি!

স্বল্প টাকায় কোটি টাকার জমি নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ! সাব্রুমে প্রস্তাবিত স্থানে নয়, অন্যত্র ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি—অ্যালটমেন্ট ও লাইসেন্স বাতিলের দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাবরুমবাসীর

সাব্রুম , ২৯ ডিসেম্বর: রাজ্য সরকারের কাছ থেকে স্বল্প টাকার বিনিময়ে কোটি টাকার জায়গা নিয়ে অন্যত্র ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি চালু । ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি অন্যত্র চালু করায় বৃহত্তর আন্দোলন নামছে সাবরুমবাসী। সাব্রুম মহকুমার সাব্রুমের মনুবনকুল এর ধাম্মাদিপা স্কুলে একটি অনুষ্ঠানে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন, উত্ত অনুষ্ঠান মঞ্চে ডক্টর থাইউ মগ উক্ত অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিতে গিয়ে তিনি জোরালো দাবি করেন সাবরুমে একটি বুদ্ধিস্ট ইউনিভার্সিটি চালু করার । তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রীর বিপ্লব কুমার দেব ওই অনুষ্ঠান মঞ্চে ভাষণ দিতে গিয়ে বলেন যে বিষয়টি খুব গুরুত্বসহকারে দেখা হবে এবং যদি ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি স্থাপন করা হয় তার জন্য প্রচুর জায়গা প্রয়োজন সেই জায়গা কোথায় দেওয়া যায় সেই বিষয়টি দেখার জন্য প্রাক্তন বিধায়ক শংকর রায়কে নির্দেশ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।


পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর বিপ্লব কুমার দেব বিধানসভায় আইন পাস করার মাধ্যমে এই ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটিটি স্থাপন করার জন্য প্রস্তুতি নেন এবং সেই লক্ষ্যে বিধানসভা থেকে আইন পাস করা হয় এবং সাবরুমে পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েত এলাকা ২৫ একর জায়গা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এবং সেই জায়গা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি কে মাত্র ৭৫ হাজার টাকার বিনিময়ে দেওয়া হয় । সাব্রুম এর পশ্চিম জলেফ গ্রাম পঞ্চায়েত এর দুর্গানগর এলাকায় এই ২৫ একর জায়গায় জুড়ে ছিল গরিব মেহনতি মানুষদের রাবার বাগান বহু পরিবার এই জায়গায় রাবার বাগান করে তাদের জীবিকা নির্বাহ করত , এলাকার লোকজন সব্রুমের উন্নয়নের কথা চিন্তা করে এই জায়গা ছেড়ে দেয় । পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিতিতে পশ্চিম জলেফা দুর্গা নগর এলাকায় ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্থ স্থাপন করা হয়। দীর্ঘদিন ধরে এই ইউনিভার্সিটি টি র উত্ত প্রস্তাবিত স্থানে শুরু না হওয়ায় গত কয়েক মাস আগে বনকুল মহা মনি বুদ্ধ মন্দিরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে বর্তমান মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা জানতে চান কেন এই ইউনিভার্সিটির কাজ এখনো চালু হয়নি তখন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায় কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে কিন্তু তা আর উত্ত স্থানে করা হয়নি।


কিন্তু দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ উত্ত জায়গায় এই ইউনিভার্সিটি চালু না করে ইউনিভার্সিটি চালু করে দিয়েছে সাব্রুম মহকুমার বনকুল ধাম্মাদীপা স্কুলে, এবং সেখানে নির্মাণ করা হচ্ছে নতুন ভবন। গত কিছুদিন আগে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি টি সাবরুমের প্রস্তাবিত স্থানে না হওয়ায় পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণ জলেফা বাজারএলাকায় রাস্তা অবরোধ করেছিল। তাই চাপে পড়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ গত কয়েকদিন আগে প্রস্তাবিত স্থানে ছোট কয়েকটি ঘর নির্মাণের জন্য প্রস্তুতি নে।


এখানে উল্লেখযোগ্য বিষয় হলো যেহেতু বুদ্ধিস্ট ইউনিভার্সিটি কে রাজ্য সরকার জায়গা দিয়েছে উত্ত স্থানে ইউনিভার্সিটি করার জন্য কিন্তু দেখা যাচ্ছে প্রস্তাবিত স্থানে না করে কেন অন্য জায়গায় বুদ্ধিস্ট ইউনিভার্সিটিটি মনুবনকুলে ধামাদিপা ফুলে দিনাজপুর গড়ে তোলা হচ্ছে। রাজ্য সরকারের সাথে চুক্তি অনুযায়ী সাবরুমের পশ্চিম জলেফা এর দুর্গানগর এলাকায় যদি এই ইন্টারন্যাশনাল বুদ্ধিষ্ট ইউনিভার্সিটি টি না করা হয় তাহলে রাজ্য সরকার চাইলে এই ২৫ একর জায়গার যে এলাউডমেন দেওয়া হয়েছিল ৭৫ হাজার টাকার বিনিময়ে তা ক্যান্সেল হওয়ার কথা। তাছাড়াও সাবরুমের পূর্ব জলেফা এলাকায় প্রস্তাবিত স্থানে চেয়ে পঁচিশ একর জায়গা রয়েছে সেই জায়গা দেখিয়ে ইন্টারন্যাশনাল বুদ্ধি ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি ব্যাংক থেকে মোটা অংকের টাকা লোন নেওয়া হয়েছে এবং এই টাকার একটা অংশ ইউনিভার্সিটির প্রস্তাবিত স্থানে খরচ করা হয়নি বরং এই টাকা খরচ করা হচ্ছে অন্যত্র। সাবরুম এর জনগণের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে অতিসত্বর এই ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটির অত্যন্ত স্থানে করা হোক অন্যথায় জায়গার অ্যালটমেন্ট ক্যানসেল করা হোক এবং এই ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটির লাইসেন্স ক্যান্সেল করা হোক। অন্যথায় সাবরুম এর গ্রাম পঞ্চায়েতের এলাকার জনগণের পাশাপাশি অন্যান্য বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজের অন্যান্য লোকরাও আগামী দিনের বৃহত্তর আন্দোলন নিয়ে রাস্তায় নামবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments