Sunday, January 4, 2026
Homeত্রিপুরা সংবাদবাংলাদেশে মৌলবাদী তাণ্ডবের প্রতিবাদে খোয়াইয়ে সংস্কৃতি কর্মীদের বিক্ষোভ!

বাংলাদেশে মৌলবাদী তাণ্ডবের প্রতিবাদে খোয়াইয়ে সংস্কৃতি কর্মীদের বিক্ষোভ!

যশপাল সিং, খোয়াই, ত্রিপুরা, ২৮ ডিসেম্বর, রবিবার: বাংলাদেশে উদীচী ও ছায়ানটের মতো প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ, সাংস্কৃতিক যন্ত্রপাতি, বই ও ছবি পুড়িয়ে দেওয়ার পাশাপাশি সংবাদমাধ্যমের অফিসে আক্রমণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে খোয়াইয়ে পথে নামলেন শিল্পী, সাহিত্যিক, কবি ও সংস্কৃতি কর্মীরা। রবিবার বিকেলে ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের বিভাগীয় কমিটির ডাকে জেলা শহরের কবিগুরু পার্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর আবক্ষ মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়। “এ কোন সোনার বাংলা! যেখানে আক্রান্ত সভ্যতা-সংস্কৃতি, রক্তাক্ত শিল্পী-কবি-লেখক, আক্রান্ত লালন থেকে রবীন্দ্রনাথ, নজরুল থেকে জসীমউদ্দীন—অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবুদ্ধি” শীর্ষক ব্যানার সামনে রেখে শিক্ষক ভবন থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে কবিগুরু পার্কে এসে শেষ হয়। সেখানে আয়োজিত বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের সহ সাধারণ সম্পাদক কবি আকবর আহমেদ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বিভূ ভট্টাচার্য, কেন্দ্রীয় সংসদের সদস্য প্রান্তোষ রাহা, খোয়াই বিভাগীয় সভাপতি শচীন্দ্র দেববর্মা, সম্পাদক অরুণ পালসহ অন্যান্য সংস্কৃতি কর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments