আগরতলা, ২৮ ডিসেম্বর:
থ্যালাসেমিয়ায় আক্রান্ত জোলাইবাড়ির আট বছরের শিশু সুপ্রিতা ভৌমিকের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল আগরতলার আরোগ্য হেলথকেয়ার ফাউন্ডেশন। সংস্থার আগরতলার রামনগর–৬ নম্বর রোডে অবস্থিত অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সুপ্রিতার বাবা প্লাবন ভৌমিকের হাতে সংগৃহীত ১ লক্ষ ২৪ হাজার ৮৩১ টাকা তুলে দেন সংস্থার কর্মকর্তারা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাকিন জোলাইবাড়ি গ্রুপের কর্মকর্তা অধ্যাপক হরিপদ দত্ত, নিশান মজুমদার, ধ্রুব রঞ্জন গুহ ও অরিন্দম মজুমদার। আরোগ্য হেলথকেয়ার ফাউন্ডেশনের সভাপতি সৌম্যজিত আচার্য্য, সম্পাদক ডা. অংকন আচার্য্য ও কোষাধ্যক্ষ কৌশিক আচার্য্যসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৬ জানুয়ারি ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজে সুপ্রিতার স্টেম সেল অপারেশনের চিকিৎসা শুরু হওয়ার কথা। ফাউন্ডেশনের এই সহায়তা পরিবারের জন্য বড় ভরসা হয়ে দাঁড়ালো
থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৮ বছরের সুপ্রিতার চিকিৎসায় সহায়তা করলো আরোগ্য হেলথকেয়ার ফাউন্ডেশন
RELATED ARTICLES